বাম প্রার্থীর সমর্থনে শ’য়ে শ’য়ে নষ্ট ব্যালট উদ্ধার, জেলায় জেলায় একই ছবি

পঞ্চায়েত নির্বাচনের গণনার পর রাজ্য জুড়েই ব্যালট উদ্ধার হচ্ছে। জেলায় জেলায় একই ছবি। উদ্ধার হওয়া ব্যালট দেখে অনেকেরই দাবি, সঠিক গণনা ও ব্যালট লুঠ না…

পঞ্চায়েত নির্বাচনের গণনার পর রাজ্য জুড়েই ব্যালট উদ্ধার হচ্ছে। জেলায় জেলায় একই ছবি। উদ্ধার হওয়া ব্যালট দেখে অনেকেরই দাবি, সঠিক গণনা ও ব্যালট লুঠ না হলে ফলাফল বদলে যেতে পারত। সেক্ষেত্রে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোট প্রাপ্তির কাছাকাছি থাকত বাম শিবির। কারণ, একধিক জেলায় যে বিপুল পরিমাণ নষ্ট করে দেওয়া ব্যালট মিলেছে তার বেশিরভাগই সিপিআইএমকে সমর্থন করা।

ফের পূর্ব বর্ধমান থেকে শয়ে শয়ে ব্যালট উদ্ধার হলো। গনণা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার সিপিআইএম প্রার্থীর নামের পাশে ছাপ মারা আছে এই ব্যালট পেপারগুলির প্রায় সবেতেই। পূর্বস্থলীর পাটুলী থেকে উদ্ধার হয়েছে এমন শয়ে শয়ে সেই ব্যালট পেপার।

এই ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি বলেন, আমাদের ব্লকে ভোট স্বচ্ছভাবে হয়েছে। কেন্দ্রীয় বাহিনী, প্রশাসন সক্রিয় ছিল। এরপরেও কেউ যদি বলে তাহলে নকল ব্যালট ছাপিয়ে মিথ্যা অভিযোগ আনছে। প্রাক্তন সিপিএম বিধায়ক বলছেন, “নির্বাচনের দিনও আমরা প্রতিবাদ জানিয়েছি। যতগুলো ব্যালট থাকার কথা তার ছিলনা। পঞ্চাশটার ওপর ব্যালট কম পাওয়া গেছিল। ধাক্কা দিয়ে আমাদের বের করে তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।”

এদিকে ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ব্যালট উদ্ধার হয়‌। গতকাল আত্রেয়ী নদীর ধারে ব্যালট পেপার উদ্ধার হয়। কারচুপির অভিযোগ করছে বিজেপি। এই ঘটনায় বিজেপি জেলা সহ সভাপতি বলেন, “গতকাল ব্যালট পাওয়া গেছে। আবর্জনা দিয়ে সার তৈরির বাক্সের ওখানে বিজেপিতে ছাপ দেওয়া ব্যালট পেয়েছি। পঞ্চায়েত নির্বাচনের নামে যে প্রহসন করলেন, মানুষের রায় লুট করলেন সে পাপ আর্বজনা থেকেও পাওয়া যাচ্ছে।” সেখানকার তৃণমূল সহ সভাপতি বলেছেন, “এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়।”