Birbhum: বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার

ফের বীরভূম (Birbhum) থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার ৷ শনিবার রাতে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। খবর…

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম।

ফের বীরভূম (Birbhum) থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার ৷ শনিবার রাতে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় । এই ঘটনায় জড়িত সন্দেহভাজন কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তদন্তে শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা।

জানা গেছে, শনিবার রাতে রামপুরহাট ১ নম্বর ব্লকের রদিপুর গ্রামের মাঠের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ টি পেটিতে রাখা প্রায় ১২ হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, এই অবৈধ বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার করা হয় বলে পুলিশের অনুমান। বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় প্রচুর অবৈধ পাথর খাদান রয়েছে। পুলিশের অনুমান, পাথর খাদানগুলিতেই ব্যবহার হয় এই বিস্ফোরক।

জানা যাচ্ছে, অবৈধ বিস্ফোরক মজুতকারীদের কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গত ৪ আগস্ট শুক্রবার বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে তৃণমূল নেতা ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেন এনআইএ-র তদন্তকারী দল। তিনি তৃণমূল কংগ্রেসের কুশমোড়-২ অঞ্চলের সভাপতি, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

উল্লেখ্য,গত ২৮ জুন গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিল পুলিশ। সেখান থেকে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, ১৩০ টি জিলটিন স্টিক জার ওজন ১৬ কেজি ২৫০ গ্রাম এবং ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়।