BJP: বিজেপি নেত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

বিজেপি (BJP) নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। শনিবার বিজেপি নেত্রীর বাড়িতে হানা দেয় পুলিশ। গাঁজা উদ্ধারের পাশাপাশি বিজেপি নেত্রীর স্বামীকে গ্রেফতার করেছে…

বিজেপি (BJP) নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। শনিবার বিজেপি নেত্রীর বাড়িতে হানা দেয় পুলিশ। গাঁজা উদ্ধারের পাশাপাশি বিজেপি নেত্রীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধেই গাঁজার ব্যবসা করার অভিযোগ ছিল। শনিবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জেলার সাঁকরাইলের নবঘড়া সর্দার পাড়ায়। ঘটনাস্থল থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা রূপা রায়। তাঁর বাড়িতেই শনিবার হানা দিয়েছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রূপার স্বামী নিমাই রায় দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গাঁজার ব্যবসা করেন বলে অভিযোগ ছিল। শনিবার সকালে নিমাইয়ের বাড়ি থেকে ২৬ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গাজা ওজনে ব্যবহৃত একটি ওজন মেশিনও বাজেয়াপ্ত করেছে। বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে গাঁজা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

বিজেপি নেতার বাড়ি থেকে গাঁজা উদ্ধার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ এই ঘটনা নিয়ে শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি গাঁজা উদ্ধার নিয়ে খোঁচা দেওয়ার পাশাপাশি বিজেপি-র সঙ্গে মাদক কারবারের অভিযোগ করেছেন। যদিও এ নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে যেখানে রাজ্যে একের পর এক শাসকদলের নেতাদের ঘরে ইডির হানা। একের পর এক হাজতবাস। তার মধ্যেই বিজেপি সদস্যার বাড়িতে এই বিপুল পরিমাণে গাঁজা মেলার ঘটনায় রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।