Vande Bharat: ঝড় বৃষ্টির ধাক্কা নিতে পারবে না! সোমে বাতিল বন্দে ভারত

পুরী থেকে হাওড়া আসার সময় শিলাবৃষ্টি ও বাজ পড়ে দীর্ঘ সময় বিকল থাকার পর কোনওরকমে বন্দে ভারত চালু করা হয়। রেল সূত্রে খবর, রবিবারের ঘটনার…

Vande Bharat: ঝড় বৃষ্টির ধাক্কা নিতে পারবে না! সোমে বাতিল বন্দে ভারত

পুরী থেকে হাওড়া আসার সময় শিলাবৃষ্টি ও বাজ পড়ে দীর্ঘ সময় বিকল থাকার পর কোনওরকমে বন্দে ভারত চালু করা হয়। রেল সূত্রে খবর, রবিবারের ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার হাওড়া থেকে পুরী যাওয়ায় বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস বাতিল থাকবে।

জানা যাচ্ছে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় প্রবীর ঝড় বৃষ্টি চলছে। ওড়িশাতে রবিবার থেকেই দুর্যোগ। সেই কারণে বন্দেভারত চলাচল করবে না। তবে অন্যান্য ট্রেন চনাচল করবে।

   

অভিযোগ, অত্যাধুনিক ও তীব্র গতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেসে অল্প কিছুর আঘাত বা নুন্যতম ঝড় বৃষ্টিতে বিকল হচ্ছে। ট্রেনটি দেশে চালুর পর থেকে কখনও গোরুর সাথে ধাক্কা লেগে বিকল হয়, কখনও ঝড় বৃষ্টিতে বিকল হয়েছে।

রবিবার পুরী থেকে হাওড়া আসার সময় ভদ্রক ও কেওনঝাড় রোড স্টেশনের মাঝে বন্দে ভারতের ইঞ্জিন বিকল হয়েছিল। সেই সময় চলছিল শিলাবৃষ্টি ও ঝড়। দীর্ঘ সময় ট্রেনটি আটকে থাকে। যাত্রীরা ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি বুঝে সোমবার হাওড়া থেকে পুরী যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয় প্রবল ঝড়-বৃষ্টির কারণে।

Advertisements