Sikkim: অতি দুর্লভ হকিস্টিক প্রজাপতি মিলল সিকিমে 

নতুন প্রজাতির প্রজাপতি আবার নতুন করে খুঁজে পাওয়ে গেল সিকিমের (Sikkim) জ়নগুতে। এই অসাধারণ আবিস্কারের নেপথ্যে সোনাম ওয়াংচুক লেপচা এবং সোনাম ওয়াংচুক লেপচা জুনিয়র। হানিস্টিক…

নতুন প্রজাতির প্রজাপতি আবার নতুন করে খুঁজে পাওয়ে গেল সিকিমের (Sikkim) জ়নগুতে। এই অসাধারণ আবিস্কারের নেপথ্যে সোনাম ওয়াংচুক লেপচা এবং সোনাম ওয়াংচুক লেপচা জুনিয়র।

হানিস্টিক সেলার বাটারফ্লাই বা বিজ্ঞান ভাষায় নেপটিস নাইকটিয়াস দে নাইসভিল গত ১০০ বছর এই এলাকায় দেখা যায়নি। এই প্রজাতি নতুন করে আবিস্কার সংরক্ষণের প্রচেষ্টায় বড় অবদান।

১৮ মে সকালে ওই দুজন এই বাটারফ্লাই দেখেতে পান নুম পানাং গ্রামের ফোকপুং লি-তে, যা সমুদ্র-লাভেলের থেকে ১,৪৯৩ মিটার উচ্চতায়।

হানিস্টিক সেলার বাটারফ্লাই দুর্লভ প্রজাতির প্রজাপতি। এটি সাধারণত দেখা যায় হিমালয় পর্বতে। এই প্রজাপতি ওয়াল্ডলাইফ (প্রোটেকশন) অ্যাক্ট অফ ১৯৭২ অধীনে সুরক্ষিত। শেষবারের জন্য এই প্রজাপতি দেখা যায় ২০১২ সালে উত্তর সিকিমের লিচেন এবং লাচুনে। শেষবার দেখতে পান সংযোগ রাই, কার্মা দোর্জী ভুটিয়া এবং ডঃ ক্রুশ্নামেঘ কুন্তে।

প্রজাপতির রঙ, ধরন দেখে লেপচা জাতি তার নামকরণ করে। স্থানীয় ভাষায় তাকে বলে হয় ‘আ-দুম কোক-ভিয়ুম থামব্লোক’। এই শব্দের ইংরাজি অর্থ ‘হো্য়াইট হুক।’