HomeTop StoriesHowrah: হঠাৎ বন্ধ হাওড়ার ফেরি সার্ভিস, যাত্রী ক্ষোভ ছড়াচ্ছে

Howrah: হঠাৎ বন্ধ হাওড়ার ফেরি সার্ভিস, যাত্রী ক্ষোভ ছড়াচ্ছে

- Advertisement -

আজ থেকে আগামী ২৪ শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির (Hooghly River Waterway Cooperative Society) লঞ্চ পরিষেবা। সমিতির তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য এই সংস্থার লঞ্চ বা ভেসেলগুলির ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। হঠাৎ এই নোটিসের জেরে লঞ্চঘাটে এসে চরম বিপাকে যাত্রীরা।

যাত্রীরা অভিযোগ করছেন যে আগে থেকে এই বিজ্ঞপ্তি না দেওয়ায় তাদেরকে এসেও ফিরে যেতে হচ্ছে। অফিস টাইমে এমন ঘটনায় নাজেহাল নিত্যযাত্রীরা। হাজার হাজার মানুষ প্রতিদিন হুগলি নদী জলপথ পরিবহণে কলকাতা যাতায়াত করেন। তারা হাওড়া স্টেশনে নেমে লঞ্চ পেরিয়ে ডালহৌসিতে কাজে যান। এছাড়াও বাগবাজার, আহিরীটোলা থেকেও নিত্যযাত্রীরা যাতায়াত করেন।

   

যাত্রীরা অভিযোগ জানাচ্ছেন যে তারা বুঝতে পারছেন যে মেরামতি বা রক্ষণাবেক্ষণ জরুরি কিন্তু তাদের খোভ কর্তৃপক্ষ আগে থেকে না জানানোর জন্য।হঠাৎ করে নোটিস দেওয়ায় লঞ্চঘাটে এসে তারা সমস্যার মুখে পড়েছেন। অনেক যাত্রীই অভিযোগ করছেন যে গঙ্গাসাগরের জন্য এখন থেকে লঞ্চ সারানো হচ্ছে। তাদের প্রশ্ন যে তা না হলে অফিসের দিন থেকে ক্রিসমাসের আগে পর্যন্ত মেরামতি কেন হবে?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular