Parliament Security: মোদী সরকারের বিরুদ্ধে সাংসদ বিক্ষোভে বয়কট হতে পারে অধিবেশন

সংসদে স্নোক বম্ব হামলার পর নিরাপত্তা ব্যবস্থা (Parliament Security) নিয়ে বিরোধী সাংসদদের প্রশ্নে জর্জরিত সরকারপক্ষ-বিজেপি। বিরোধী সাংসদদের তীব্র হট্টোগোলের জেরে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন লোকসভা ও…

INDIA MPs protest outside Parliament

সংসদে স্নোক বম্ব হামলার পর নিরাপত্তা ব্যবস্থা (Parliament Security) নিয়ে বিরোধী সাংসদদের প্রশ্নে জর্জরিত সরকারপক্ষ-বিজেপি। বিরোধী সাংসদদের তীব্র হট্টোগোলের জেরে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষরা। একদিনে লোকসভা ও রাজ্যসভা থেকে ৭৮ জনকে। চলতি শীতকালীন অধিবেশনে মোট ৯২ সংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশন এর প্রতিবাদে গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসছেন সাসপেন্ডেড সাংসদ। বয়কট হতে পারে অধিবেশনও।

সাংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। লোকসভা থেকে সাসপেন্ড ৩৩ সাংসদ। রাজ্যসভা থেকে সাসপেন্ড ৪৫ জন সাংসদ। এই ঘটনা নজিরবিহীন ও অপ্রত্যাশিত। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টুটি চেপে ধরা হয়েছে বলে অভিযোগ।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদেরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে দুপুর ২টো ৪৫ মিনিট, পরে তিনটে পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। তার পরেও পরিস্থিতি তপ্ত হওয়ায় অধীর-সহ ৩০ দনের বেশি সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। সাম্প্রতিক সময়ে এক সঙ্গে এত জন সাংসদকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। তত দিন এই সাংসদেরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।

সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের অনেক তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন সিপিআইএমের কয়েকজন।ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৬৭ জন সাংসদকে সাসপেন্ড করা হল।