Howrah: কালো টাকার সন্ধানে ব্যবসায়ীর ফ্ল্যাটের দরজা ভাঙল পুলিশ

হাওড়ার শিবপুরে কালো টাকার খনি। বিপুল টাকা, হীরের গয়না উদ্ধার।

কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে হওড়ার (Howrah) শিবপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাট ও গ্যারেজ থেকে। আরও কালো টাকার সন্ধানে এবার শিবপুরের পলাতক ব্যবসায়ী শৈলেশ পাণ্ডার ফ্ল্যাটে হানা দিল পুলিশ।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। বলা হয়, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তাঁরা। সেখানে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ। এরপর ওই ফ্ল্যাটের গ্যারেজ থেকে উদ্ধার হয় ২ কোটি টাকা। কিন্তু অভিযুক্ত ব্যবসায়ী এখনও অধরা।

   

রবিবার বিকেলে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। সকালে কলকাতা পুলিশ ও হাওড়ার শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হীরের গয়না উদ্ধার হয় শিবপুর থেকে। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি, ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।

Howrah: কালো টাকার সন্ধানে ব্যবসায়ীর ফ্ল্যাটের দরজা ভাঙল পুলিশ

ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও অধরা। পুলিশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ সোনার গয়না ও টাকা নিয়ে কোথায় নিয়ে যেতে চেয়েছিল ওই ব্যবসায়ী, রাজনৈতিক সংযোগ আছে কিনা খোঁজ করছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন