Hooghly: শ্রীরামপুরে পুড়ে ছাই বিজেপির কার্যালয়, তৃণমূলকে নিশানা করল বিরোধী দল

শ্রীরামপুর বিজেপির কার্যালয়ে আগুন। আগুনে পুড়ে ছাই কার্যালয়ের একাংশ। কারা আগুন ধরিয়েছে এ বিষয় এখনও স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। গতকাল গভীর রাতে আগুন লাগে শ্রীরামপুর থানা এলাকায় বিজেপির কার্যালয়ে। কার্যালয়ের ভিতরে পুড়ে ছাই ব্যানার, কাগজপত্র সহ একাধিক জিনিসপত্র। গোটা কার্যালয় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যার নিচে চাপা পড়েছে দলের একাধিক দরকারি জিনিসপত্র।

বিজেপি সদস্যদের দাবি মাত্র দেড় বছর আগেই তৈরি করা হয়েছিল এই কার্যালয়। এ বিষয়ে এক বিজেপি নেত্রী জানিয়েছেন, ‘আমি ভোর বেলায় জানতে পেরেছি এখানে আগুন লেগে গিয়েছে। ওরা যদি সঙ্গে সঙ্গে না আসতো তাহলে পুরোটাই শেষ হয়ে যেত। এলাকার মানুষজন জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে’। ওই নেত্রী আরো বলেন, ‘আমরা অনুমান করছি যে, যারা প্রধান আমাদের ধ্বংস করতে চাইছে, তারা এই কাজ করেছে। সবাই বুঝতে পারছে এটা কারা করেছে তাই মুখে বলার কিছুই নেই’।

   

এই ঘটনা ঘিরে উড়ো ভাষায় অভিযোগের তির উঠছে শাসকদলের বিরুদ্ধে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের পক্ষ থেকে। এরপর বিরোধী অর্থাৎ বিজেপি কি ব্যবস্থা তা নিয়ে চলছে জল্পনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন