খড়গপুরের ঘাসবাগানে পদ্মফুল ফোটালেন হিরণ

পুরভোটে জয় পেলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন হিরণ। অন্যদিকে অধিকারী গড়ে ধাক্কা খেল বিজেপি। অধিকারী গড়ে ফুটল ঘাসফুল। কাঁথি, তমলুক,…

পুরভোটে জয় পেলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন হিরণ। অন্যদিকে অধিকারী গড়ে ধাক্কা খেল বিজেপি। অধিকারী গড়ে ফুটল ঘাসফুল। কাঁথি, তমলুক, ঘাটাল পুরসভা তৃণমূলের দখলে গিয়েছে। কাঁথির ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির হার হয়েছে।

জানা গিয়েছে, ২০ ওয়ার্ড বিশিষ্ট তমলুকে আটটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, পাঁচটি করে আসনে জয়ী বিজেপি ও কংগ্রেস। আরও জানা গিয়েছে, ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আলেম আলি খান।  ২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শঙ্কর লাল দাস।

   

এছাড়া ৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রিনা দাস। ৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী লিনা দাস। পরাজিত বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি। ১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শেখ সাবুল।  ১৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য।  ৫ নং ওয়ার্ডে জয়ী  হয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস পাহাড়ি। ৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের পম্পা জানা মাইতি। ১০ নং ওয়ার্ডে জয়ী বিজেপির অরূপ দাস (বিধায়ক দক্ষিণ কাঁথি)।