Cyclone Alert: ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে

ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে (Cyclone Alert) বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। তা ক্রমেই শক্তি বাড়িয়ে ‘মিগজাউম’-এ পরিণত হবে বলে জানা যাচ্ছে। সরাসরি এর প্রভাব বাংলায়…

Bay of Bengal

ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে (Cyclone Alert) বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। তা ক্রমেই শক্তি বাড়িয়ে ‘মিগজাউম’-এ পরিণত হবে বলে জানা যাচ্ছে। সরাসরি এর প্রভাব বাংলায় পড়বে না বলেই আপাতত পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে পরোক্ষ ভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়।

কয়েকদিন আগেই সাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। রবিবার সেটি অবস্থান করছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের উপর। গতকাল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে।সেই নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপর। ক্রমেই এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আগামিকাল, বুধবার সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে সাগরে। মৌসম ভবনের পূর্বাভাস, গভীর নিম্নচাপটি দুদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। এদিকে এই নিম্নচাপের প্রভাবে আপাতত বাংলার আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে পরোক্ষ ভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়। 

আগামী দুদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে আশা করা হচ্ছে, নিম্নচাপের প্রভাব কেটে গেলে আবার তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপ বা সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না।

সাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে বঙ্গে শীতের আগমন বিঘ্নিত হবে।  আগামী কয়েকদিন রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে এই নিম্নচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১ ডিসেম্বর ঝড়ের বেগ সর্বোচ্চ ৮০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে