খুলনায় খুল্লামখুল্লা ‘সন্ত্রাস’! আগুন মন্দিরে-ভাঙা হল বিগ্রহ, আতঙ্কে দিশেহারা সংখ্যালঘু হিন্দুরা

বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে বারেবারে অভিযোগ আসছিল কোটা আন্দোলনের শুরু থেকেই। এবার প্রকাশ্যে এল হিন্দুদের উপর আক্রমণের ছবি। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশের…

Indian Advisory on Bangladesh ongoing situation

বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে বারেবারে অভিযোগ আসছিল কোটা আন্দোলনের শুরু থেকেই। এবার প্রকাশ্যে এল হিন্দুদের উপর আক্রমণের ছবি। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একে পর হিংসার ছবি উঠে এসেছে। শুধু তাই নয়, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশের এক কালী মন্দিরে আক্রমণ হয়েছে, ভাঙা হয়েছে জগন্নাথ-বলরাম-শুভদ্রার মূর্তি। বাংলাদেশের হিন্দুদের তরফে জানা গিয়েছে, বেছে বেছে বাঙালি হিন্দুদের খুঁজে বের করে আক্রমণ করা হচ্ছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে, রাতে বেলায় রীতিমতো হিন্দুদের বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী লুট করাও হচ্ছে।

   

মেহেরপুরের একটি ইস্কন মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটি কালী মন্দিরেও ভাঙচুর করা হয়। ইস্কনের একজন স্পোকপার্সন টুইট করে জানিয়েছেন যে, ‘ গত সোমবার জগ্ননাথ, বলরাম, শুভদ্রার মূর্তি ভেঙেছে। ওই মন্দিরে তিনজন সেবায়েত থাকেন তারা পালিয়ে বেঁচেছে।’ প্রসঙ্গত গত রবিবার এক হিন্দু কাউন্সিলর হারাধন রায়কে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় কাজল রায় নামে এক কাউন্সিলরকেও খুন করা হয়েছে। একটি এক্স হ্যান্ডেলের পোস্টের মাধ্যমে জানা গিয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৫৪টি মন্দিরে হামলা করা হয়েছে।

ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বাড়িতে

Advertisements

উল্লেখ্য বাংলাদেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ হিন্দু। সেই হিন্দুরাই এখন চরম বিপদে। মঙ্গলবার রাজ্যসভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিকি ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে দেশে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন তিনি। জয়শঙ্কর সংসদের উচ্চকক্ষে জানান, পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি। কূটনৈতিক স্তরেও যোগাযোগ রাখা হচ্ছে।
অন্যদিকে অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। মুজিবকন্যা কি ভারতেই থাকবেন, নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমানটি। ভারত ছেড়ে এবার কোথায় যেতে পারেন হাসিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News