লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও ভোট মিটতেই অস্বস্তিতে বিরোধীদের জোট INDIA। জোটের নেতারা মাঝে-মধ্যেই পরস্পরবিরোধী মন্তব্য করছেন। অনেক নেতা-নেত্রী আবার জোটের সিদ্ধান্তের বিপরীতে হাঁটছেন। আর এবার জোটের অন্যতম প্রধান শরিক আম আদমি পার্টি তো জানিয়েই দিল, বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে একা লড়বে আপ।
আম আদমি পার্টি (আপ) ঘোষণা করেছে, তারা একা লড়বে এবং আসন্ন বিধানসভায় শহরের (মুম্বই) ৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপের তরফে জানানো হয়েছে, একইভাবে রাজ্যস্তরে সিদ্ধান্ত নেবে তারা।
লোকসভা নির্বাচনের সময় আপ মহারাষ্ট্রে ইন্ডিয়া-র শরিক ছিল। কংগ্রেস, শিবসেনা ইউবিটি এবং এনসিপি (এসপি)-র সঙ্গে ছিল আপ। প্রার্থীদের পক্ষে প্রচার করেছিলেন মহারাষ্ট্রের আপ নেতারা। যদিও তারা রাজ্যের কোনও আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি।
১০ মিনিটেই খাবার আপনার হাতে, জোমাটো-সুইগিকে টেক্কা দেবে এই ডেলিভারি সংস্থা
প্রায় কয়েকশো দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুম্বইয়ের আম আদমি পার্টির সভাপতি প্রীতি শর্মা মেনন বলেন, আমরা দেশের তৃতীয় বৃহত্তম দল। আমরা বিএমসি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং বিধানসভা নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলাম।
মেনন বলেন, শহরে আমাদের ভালো সমর্থন রয়েছে। মুম্বইয়ে আয়োজিত ইন্ডিয়া-র র্যালিতে আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল যোগ দিয়েছিলেন। মহারাষ্ট্রে বিধানসভার আসন ভাগাভাগি নিয়ে এমভিএ নেতাদের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি।
আপ এমভিএ বা বিজেপি-মহায়ুতি ভোটব্যাঙ্কে আঘাত হানবে কিনা জানতে চাইলে প্রীতি বলেন, আপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে বিজেপির ভোটব্যাঙ্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
মুখ্যমন্ত্রীকে বোমা মারার হুমকি! কলকাতা থেকে ধৃত ৫১ বছরের প্রৌঢ়
আপের রুবেন মাসকারেনহাস বলেন, একদম প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা। আমরা ইতিমধ্যেই জাতীয় স্তরে নিজেদের উপস্থিতি প্রমাণ করেছি। মানুষ বিএমসি-র দুর্নীতিতে বিরক্ত, তারা বিকল্পের সন্ধানে রয়েছেন। দিল্লি আর পঞ্জাবে আমরা সুশাসন প্রতিষ্ঠা করেছি। একইভাবে মহারাষ্ট্রে আমরা উন্নততর সরকার প্রতিষ্ঠিত করব।