বসিরহাট-ইংরেজবাজার গণধর্ষণকাণ্ডে রিপোর্ট তলব হাইকোর্টের

চলতি বছরের গত ২৩ মার্চ বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের এক কন্যাকে ধর্ষণ করা হয়। আর এই মামলা নিয়ে শুরু হল শুনানি। ঘটনার বিষয়ে আইনজীবী সুমিত্রা…

ssc high

চলতি বছরের গত ২৩ মার্চ বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের এক কন্যাকে ধর্ষণ করা হয়। আর এই মামলা নিয়ে শুরু হল শুনানি। ঘটনার বিষয়ে আইনজীবী সুমিত্রা নিয়োগী বলেন, ‘ওই শিশু কন্যাকে বারবার ধর্ষণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এখনও জ্ঞান আসেনি। আরজি কর-এ ভর্তি। বাড়ির লোককে দেখতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে উপযুক্ত তদন্ত হওয়া দরকার। আদালত কেস ডাইরি চেয়ে পাঠান। নিরপেক্ষ তদন্তের নির্দেশ জারি করুক আদালত।’

 

   

সেইসঙ্গে আইনজীবী এই ঘটনার সিবিআই তদন্ত-এর আর্জি জানান। অন্যদিকে ইংরেজবাজারের ধর্ষণের ঘটনা নিয়ে আইনজীবী পল্লবী চট্টোপাধ্যায় জানান, ‘ইংরেজবাজার ধর্ষণের ঘটনা আরও ভয়ঙ্কর, এক একটি মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের ঘটনা প্রায় ১১ টি। কলকাতার বাশদ্রোণী সহ বিভিন্ন জায়গায় এই ধরনের মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে। গ্রামের রাস্তায় সন্ধ্যা হলে আলো থাকছে না। উচ্চ স্তরের চিকিৎসক বোর্ড গঠন করা হোক। অন্যান্য হাসপাতালের চিকিৎসক নিয়ে গঠন করা হোক।’

এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আরজি কর-এর চিকিৎসকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই । সব থেকে ভালো হাসপাতাল।
হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আবেদনকারীদের উদেশ্যে আপনারা নাম বলুন। আমরা ভেবে দেখবো।

গণধর্ষণ মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, ‘বিষয়টির গুরুত্ব বুঝে আদালত নির্দেশ দিচ্ছে কেস ডাইরি সহ তদন্ত রিপোর্ট ও মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে। শিশুকে সমস্ত উন্নত চিকিৎসার সুবিধা দিতে হবে। প্রবীণ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করতে হবে।
বাবা-মা-কে দেখা করতে দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল।’