Weather: বাড়ছে গরম, একাধিক জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

তীব্র গরমের হাত থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। বৃষ্টির সম্ভাবনা নেই। এর উপর তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চৈত্রের…

তীব্র গরমের হাত থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। বৃষ্টির সম্ভাবনা নেই। এর উপর তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চৈত্রের মাঝামাঝি তীব্র দাবদাহের শিকার হতে হচ্ছে রাজ্যবাসীকে। পাশাপাশি বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার থেকে রাজ্যের চার জেলা- পুরুলিয়া ,বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে তাপপ্রবাহের সর্তকতা। কলকাতাতেও বাড়বে গরম। আগামী কয়েকদিন মুর্শিদাবাদ ও বীরভূম বাদে দক্ষিণবঙ্গের কোনও জেলায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং,কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। তার প্রভাবেই আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।