Bangaon: পরীক্ষা দিলেন বটে, বনগাঁর বিজেপি বিধায়ক কি উচ্চমাধ্যমিক পাশ করবেন?

উত্তর ২৪ পরগণার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বনগাঁর সাতভাই কালিতলার “কালিতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন” হাইস্কুলে পরীক্ষা দিলেন। জানা গেছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়…

উত্তর ২৪ পরগণার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বনগাঁর সাতভাই কালিতলার “কালিতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন” হাইস্কুলে পরীক্ষা দিলেন। জানা গেছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ড এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তিনি। বিধায়ক জানান গতবছর তিনি উচ্চমাধ্যমিকের তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন। এবছর আরও দুটি বিষয়ে পরীক্ষা দিচ্ছেন।

প্রসঙ্গত, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দারস্থ হয়েছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার। তিনি বাংলাদেশি বলে অভিযোগ। তার কেস গ্রহণ করা হয়নি।

বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের বক্তব্য অনুযায়ী, “শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড়ো দুনীর্তি হচ্ছে স্বপন মজুমদারের ক্লাস এইট পাস সার্টিফিকেট। সেটা সম্পূর্ণ জাল। আরটিআইতে সেই স্কুলের হেডমাস্টার বলেছে এটা আমাদের স্কুল থেকে দেওয়া হয়নি।”

পরবর্তীকালে গোপাল শেঠ, কলকাতা হাইকোর্টের বিচারক জয় সেনগুপ্তর বেঞ্চে আপিল করেন। জয় সেনগুপ্ত কেসটি শোনেন। তাদের ওকালতি করেন কিশোর দত্ত ও সন্দীপ দত্ত। সেই কেস রেফার করা হয়ছে। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পরীক্ষা দিয়ে বেরিয়ে বলেন, “আজ উচ্চমাধ্যমিকের এডুকেশন বিষয়ে পরীক্ষা দিয়েছি। ১৯ তারিখে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়েছি। এবারে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্পূর্ণ হবে।”

উল্লেখ্যভাবে, এই বয়সে পড়াশোনার প্রসঙ্গে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “শিক্ষার বয়স হয় না, শিক্ষার শেষ হয়না। শিক্ষার জন্য আরও শ্রম ও সময় দিলে সমাজ, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।”