রাজ্যে বিনামূল্যে ৫ মিনিটে ৫৫টি পরীক্ষা করার জন্য বসছে Health ATM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র ওপর নির্ভর করে মাত্র ৫ মিনিটে শরীরের ৫৫টি পরীক্ষা করার Health ATM বসছে রাজ্যের ৫টি সরকারি কার্যালয়ে।

health atm west bengal

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র ওপর নির্ভর করে মাত্র ৫ মিনিটে শরীরের ৫৫টি পরীক্ষা করার Health ATM বসছে রাজ্যের ৫টি সরকারি কার্যালয়ে।

এই মেশিনের সাহায্যে মাত্র ৫ মিনিটেই বিনামূল্যেই Sugar, Blood Presure, ECG, Lipid Profile, HBA1C, Covid, Dengue, Maleria, Blood Group এই সবই পরীক্ষা করা যাবে। এই তালিকায় থাকছে চিকুনগুনিয়া, টাইফয়েড, হিমোগ্লোবিন, ক্রিয়াটিনিন, BMI, এমনকি চোখের পরীক্ষাও।

তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র ওই ৫টি সরকারি কার্যালয়ের কর্মরত কর্মচারী ও আধিকারিকেরাও। এই ৫টি ভবন হল নবান্ন, স্বাস্থ্যভবন, বিকাশ ভবন, বিদ্যুত্‍ ভবন ও কলকাতা পুরনিগমের মূল কার্যালয়।

সূত্রে খবর, রাজ্য সরকার ও Bengal Chemical’র যৌথ উদ্যোগে এই ৫টি সরকারি কার্যালয়ে বসতে চলেছে Cloud Clinic Health ATM।

রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা Hindustan Antibiotic Limited এই Health ATM তৈরি করেছে। আগামী ২ সপ্তাহের মধ্যেই অত্যাধুনিক মেশিন বসে যাবে। ৭৫ হাজার টাকার Antizen ও যন্ত্রগুলি নিখরচায় পাঠাচ্ছে হ্যাল। এর পরে যাবতীয় টেস্টের খরচ বহণ করবে রাজ্য সরকারই।

এই মেশিনে যখন কেউ কোনও টেস্ট করবে তখন তাঁর বেশ কিছু তথ্য রের্কড হয়ে থেকে যাবে Cloud Storage-এ। এরপরে যখন পরেরবার ওই একই ব্যক্তি এই মেশিনে একই টেস্ট করাবেন তখন আগের টেস্ট ও নতুন টেস্টের ফারাকটাও দেখে নিতা পারবেন।

সমস্ত টেস্টের রিপোর্ট E-Mail ও Whatsapp-এ পাঠানোর ব্যবস্থাও থাকছে। কী ধরনের ডায়েট করা উচিত তাও জানিয়ে দেবে ওই মেশিন। এই মেশিন মারফত চিকিত্‍সকের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথাও বলে নেওয়া যাবে।