IIT খড়্গপুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্পের সূচনা করলেন রাজ্যপাল

উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হল বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলার আইআইটি খড়্গপুরে। এই হাই পারফরম্যান্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে, ‘পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম’। রবিবার খড়্গপুর আইআইটি- সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ।

এছাড়াও নেতাজি অডিটরিয়ামে খড়্গপুর আইআইটি’র প্রাক্তনীদের বিশেষ সম্মান দিয়ে সম্মানিত করা হলো । জাগদীপ ধনকার ছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি ড়িরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি ও অন্যান্যরা ।উল্লেখ্য, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি তে ‘পরম-প্রভেগা’ নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে।

   

এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি’র ধারণা। আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে। রাজ্যপাল জাগদীপ ধনকাড় জানান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন