Election Commissioner: সম্ভবত রাজীব সিনহার অপসারণের ইঙ্গিত রাজ্যপালের

সম্ভবত রাজ্য নির্বাচন কমিশনারের (Election Commissioner) পদ থেকে রাজীব সিনহাকে অপসারণ হতে চলেছেন৷ এমনই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল৷ আর সেই লক্ষ্যেই রাজীব সিনহার জয়নিং রিপোর্ট…

Governor Indicates Possible Removal of Rajiv Sinha

সম্ভবত রাজ্য নির্বাচন কমিশনারের (Election Commissioner) পদ থেকে রাজীব সিনহাকে অপসারণ হতে চলেছেন৷ এমনই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল৷ আর সেই লক্ষ্যেই রাজীব সিনহার জয়নিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়নিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিলেন৷ মনে করা হচ্ছে, রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ রাজ্যপাল৷ রাজ্যজুড়ে অশান্তি কমাতে ব্যর্থ রাজীব সিনহা৷ তারপর রাজভবনে তলব করা হলেও নির্বাচন কমিশনার তা উপেক্ষা করেছেন৷ সমস্ত বিষয় নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মহামান্য রাজ্যপাল৷

নির্বাচন কমিশনারের পদটি স্বায়ত্বশাসন।  এই পদের জন্য রাজ্য সরকার রাজ্যপালের কাছে নাম পাঠায়৷ সেই নামের ভিত্তিতেই রাজ্যপাল নিয়োগ করে রাজ্য নির্বাচন কমিশনার৷ সংবিধান মতে, নির্বাচন কমিশনারের নিয়োগ কর্তা হন সেই রাজ্যের রাজ্যপাল৷ কমিশনারের কাজ সম্পর্কে একমাত্র রাজ্যপালকে রিপোর্ট করতে হয়৷ নিয়োগ কর্তা হওয়ার দরুন  নিয়োগের পর জয়নিং রিপোর্ট করতে হয় রাজ্যপালকে৷ কিন্তু সদ্য নিযুক্ত রাজীব সিনহার জয়নিং রিপোর্টই গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল৷

এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে সর্বোচ্চ আদালত। এরপর বুধবার ফের ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনা মুখে পড়তে হয় কমিশনকে।

বিচারপতি অমৃতা সিন্‌হা বলেন, ‘‘অশান্তি, রক্তপাত, জীবনহানি হলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।’’ অপর দিকে, পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত একটি মামলায় সিবিআই তদন্তেরও নির্দেশ দেন তিনি।

এছাড়া, রাজ্যে কী সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে সেই সম্পর্কে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কড়া বার্তা দেন। রাজীব সিনহা বিচারপতির তীব্র ভর্ৎসনা মুখে পড়েন। দায়িত্ব সামলাতে না পারলে কমিশনার রাজীব সিংহ যেন ‘রাজভবনে যান’, সেই পরামর্শও দিয়েছেন। সেটা হলে সে ক্ষেত্রে রাজ্যপাল নতুন কাউকে কমিশনার করবেন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। তবে কি রাজপাল নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করতে চলছেন ? উঠছে প্রশ্ন