HomeWest Bengalবাসন্তীতে নিহত টিএমসি সমর্থকের বাড়িতে রাজ্যপাল

বাসন্তীতে নিহত টিএমসি সমর্থকের বাড়িতে রাজ্যপাল

- Advertisement -

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি এখনও বজায়। এখনও অবধি ভোট সন্ত্রাসে মৃত্যু হয়েছে ১৪ জনের। প্রতিদিনই হিংসার খবর পাওয়া যাচ্ছে রাজ্যজুড়ে। এই আবহে সোমবার সকালে কোচবিহার থেকে ফিরেই বাসন্তীতে পোঁছন রাজ্যপাল। বাসন্তীতে গুলিতে প্রাণ হারান এক তৃণমূল কর্মী। মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।

আজ সকালেই পদাতিক এক্সপ্রেসে করে শিয়ালদহে এসে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ট্রেন থেকেই রাতে বাসন্তীতে নিহত তৃণমূল নেতার পরিবারকে ফোন করেন রাজ্যপাল। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। এরপরই শিয়ালদহে নেমের সোজা বাসন্তীর পথে রওনা দেন তিনি। বাসন্তীতে মৃত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করেন তিনি।

   

শনিবার রাতে গুলি করে খুন করা হয়ে তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। ঘটনাটি ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার। রাত ৯ টা নাগাদ বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জিয়ারুলকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনায় তৃণমূল আইএসএফ-এর দিকে আঙুল তুলেছে। যদিও বিরোধীরা বলছে পুরো ঘটনাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়েছে। ঘুনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা দাবি করেছেন,”চারজন এসে জিয়ারুলকে গুলি করে খুন করেছে। জিয়ারুল দলের সক্রিয় কর্মী ছিল। পুলিশ তদন্ত করছে।“

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular