Malda: হাটে-বাজারে বিক্রি হচ্ছে ‘বিশ্ববাংলা’ ছাপযুক্ত সরকারি ত্রাণের ত্রিপল

হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ৮০০ টাকা জোড়া দরে বিকোচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল। মালদার (Malda) মানিকচকের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ত্রিপল কেলেঙ্কারির অভিযোগ বারবার তাড়া করছে মমতার সরকারকে। এবার হাটে সরকারি ত্রিপল বিক্রিতে বিতর্ক আরও চড়ছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, বিক্রেতাকে জানতে চাইলে তিনি বলেন তার কাছে আরও ত্রিপল আছে।‌ তিনি কোথা থেকে পেলেন এত ত্রিপল তার সদুত্তর নেই তার কাছে। ঘটনাটি চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিডিওকে জানানো হলে তিনি জানান, তিনি ভিডিওটি দেখেছেন তবে, কোথা থেকে এসেছে এই ত্রিপল তিনি জানেন না। বাসিন্দারা বলছেন, ত্রিপল নিয়ে দুর্নীতি করা হচ্ছে। আমরা চাইছি যার ত্রিপল তিনিই পান। আমরা হাটে গিয়ে দেখতে পাই এটা সরকারি প্রকল্পের ত্রিপল। ৫০০, ৬০০, ৭০০ টাকা জোড়া ত্রিপল বিক্রি হচ্ছে। এটা দুর্নীতি।

   

মালদহ জেলা পরিষদের সহ সভাপতি রফিকুল হোসেন বলেন, “সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখেছি। আদতে কেউ যদি দোষী হন শাস্তি পাবেন। আমরা ঘটনাটি দেখছি।” গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ মন্ডল। বিজেপির সাধারণ সম্পাদক বলেন, “বৃষ্টিতে যেসকল দুঃস্থদের ঘরবাড়ি ভেঙে গেছে। তাদের জন্য ছিল এই ত্রিপল। ওরা সাধারণ মানুষকে না দিয়ে তা বিক্রি করেছে। একথায় তারা কোনো কিছু চুরি করতে বাদ রাখেনি। সর্বত্রই চুরি করেছে।” কংগ্রেস ও সিপিআইএমের তরফেও ত্রিপল কেলেঙ্কারির অভিযোগ করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন