অভিষেকের আসার আগেই মন্দির চত্ত্বরে ‘গো ব্যাক স্লোগান’

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই মন্দির চত্ত্বরে উঠল ‘গো ব্যাক স্লোগান।’ দেখা গেল কালো পতাকা নিয়ে মতুয়াদের বিক্ষোভ। রীতিমত উত্তপ্ত ঠাকুরনগর। রবিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগরের…

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই মন্দির চত্ত্বরে উঠল ‘গো ব্যাক স্লোগান।’ দেখা গেল কালো পতাকা নিয়ে মতুয়াদের বিক্ষোভ। রীতিমত উত্তপ্ত ঠাকুরনগর। রবিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগরের উদ্দেশে রওনা দেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের পিঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেকের। তিনি পুজো দেবেন এবং বীণাপাণি দেবী বা বড়মার ঘর সহ গোটা মন্দির এলাকা ঘুরে দেখবেন বলেই জানা যাচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল মন্দির চত্বর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এছাড়াও জানা যাচ্ছে, অভিষেকের আসা নিয়ে মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষ বলছেন মন্দিরে প্রবেশ করতে দেবেন না তাঁকে। তাদের দাবি, যতক্ষণ না ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য, ততক্ষণ প্রবেশ করতে দেবেন না তাঁকে।

অপর দিকে, শান্তনু ঠাকুর বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তারপর গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হবে গোটা মন্দির।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে পোস্টার পড়েছে ঠাকুরবাড়ির মন্দির চত্বর এলাকায়, তাতে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হয়েছে। জানা যাচ্ছে, পোস্টারে লেখা রয়েছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করে অপমান করেছে তার জন্য ধিক্কার। পোস্টারের নীচে লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ৷