Weather: কালবৈশাখী কবে? গরমে চিড়বিড় করছে বঙ্গবাসী

কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও মেঘ-রোদের লুকোচুরি খেলা আজও জারি রয়েছে বঙ্গে। তীব্র তাপদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বাড়ি থেকে কার্যত দুঃসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের। বৃষ্টির পূর্বাভাস…

কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও মেঘ-রোদের লুকোচুরি খেলা আজও জারি রয়েছে বঙ্গে। তীব্র তাপদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বাড়ি থেকে কার্যত দুঃসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের। বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেখা নেই এক বিন্দুরও। সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে হবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , বৃহস্পতিবার মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে কলকাতা। যার ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে। এছাড়াও লকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।