
গঙ্গাসাগর: মকর সংক্রান্তি ও মেলা উপলক্ষে পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। এ বছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে একটি হল ‘লাইফবয় ওয়াটার ড্রোন’। বিষয়টি কী?
পুণ্যস্নানে গিয়ে ভেসে যাওয়া বা ডুবে যাওয়া পুণ্যার্থীকে সহজেই উদ্ধার করবে রিমোটচালিত এই ‘লাইফবয় ওয়াটার ড্রোন’। দিনভর অতন্দ্র প্রহরী এই ড্রোনের বিশেষত্ব হল ক্লান্তিহীন। এই ওয়াটার ড্রোনটি অলিম্পিক সাঁতারুদের চেয়েও প্রায় তিন গুণ বেশি গতিতে (প্রতি সেকেন্ডে ৭ মিটার) সাঁতার কাটতে পারে। মকর সংক্রান্তিতে বঙ্গোপসাগরের বুকে দিনভর প্রহরা দেবে এই ড্রোন। ১০-১৭ জানুয়ারি পর্যন্ত মোতায়েন রাখা হবে।
১ টন ওজন টানার ক্ষমতা
প্রশাসন সূত্রে খবর, এই ‘লাইফবয় ওয়াটার ড্রোন’ প্রায় ১০০০ কিলোগ্রাম বা ১ টন পর্যন্ত ওজন টেনে আনতে সক্ষম। ফলে সমুদ্রে স্নান করার সময় ঢেউয়ের টানে একাধিক মানুষ ভেসে গেলে বা কোনও ছোটখাটো গাড়ি বিপদে পড়লে এটি সহজেই তাদের উদ্ধার করে ডাঙ্গায় ফিরিয়ে আনতে পারবে।
প্রযুক্তির ‘সুরক্ষাকবচ’ Gangasagar Mela Water Drone
ড্রোনটিতে রয়েছে ১০৮০পি এইচডি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকার, যার ফলে কন্ট্রোল রুম থেকে জলের ওপরের প্রতিটি গতিবিধি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই ড্রোনটির ব্যাটারি ১৫ শতাংশের নীচে নামলে বা কোনো কারণে সিগন্যাল হারিয়ে গেলে এটি ‘অটো-হোমিং’ প্রযুক্তির সাহায্যে নিজে থেকেই উৎক্ষেপণস্থলে ফিরে আসবে। আবার কেউ ভেসে গেলে মাত্র ২ সেকেন্ডের মধ্যে এটি উদ্ধারকাজ শুরু করতে পারবে। বিপন্ন ব্যক্তিকে শুধু ড্রোনটি বা রোবটটি ধরে রাখতে হবে, বাকি কাজ করবে স্বয়ংক্রিয় ইঞ্জিন।
নিশ্ছিদ্র নিরাপত্তা সাগরে
রাজ্যের তরফে পুণ্যার্থীদের সুরক্ষায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশপথে নজরদারির পাশাপাশি জলের ওপর এই ড্রোনের ব্যবহার মেলাকে আরও সুরক্ষিত করবে। এছাড়াও মেলা চত্বরে মোতায়েন থাকছে প্রায় ২,৫০০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদেরও।
West Bengal: Gangasagar Mela 2026 introduces high-speed “Lifebuoy Water Drones” to rescue pilgrims. These drones swim 3 times faster than Olympic swimmers and can pull up to 1 ton of weight. Experience the future of maritime safety at Sagar Island this year.










