Mamata Banerjee: নওশাদের গ্রেফতারিতে বিদ্রোহী ফুরফুরা, ড্যামেজ কন্ট্রোলে নামছেন মমতা

ফুরফুরা শরিফের হুঁশিয়ারি আসছে একের পর এক। রাজ্যের অন্যতম মুসলিম তীর্থস্থানের পীর সাহেবরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মুখ খুলেছেন

mamata banerjee muslim

বাম ঘনিষ্ঠ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে (Nawsad Siddique) রাস্তায় ফেলে মারধর ও গ্রেফতারির প্রতিবাদে ফুরফুরা শরিফের হুঁশিয়ারি আসছে একের পর এক। রাজ্যের অন্যতম মুসলিম তীর্থস্থানের পীর সাহেবরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মুখ খুলেছেন। কারোর কারোর মন্তব্যে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন সব শব্দ চলে এসেছে যা রীতিমতো অসাংবিধানিক। তবে এত সবের পরেও নীরব তৃ়ণমূল কংগ্রেস। নীরব মু়খ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতা নিজে ড্যামেজ কন্ট্রোল করবেন।

ফুরফুরা শরিফের পীর সাহেবরা ক্ষুব্ধ। আর অন্যান্য পীরজাদারাও সরাসরি তৃণমূল কংগ্রেস সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, মুসলিম ভোট নিয়ে রাজ্যে সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিয়ন্ত্রণে পুলিশ বিভাগ। সেই পুলিশ একজন পীরজাদা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে যেভাবে গ্রেফতার করেছে তা রাজ্যের মুসলিম সমাজ মেনে নেবে না। এর ফল দ্রুত মিলবে।

কলকাতায় আইএসএফের সমাবেশ থেকে বিশৃঙ্খলা ছড়ানো ও হামলার অভিযোগে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। সেই সময় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দ়ৃশ্য হৃদয় বিদারক বলেই দাবি করেছেন ফুরফুরা শরিফের পীরজাদারা। নওশাদকে গ্রেফতারির প্রতিবাদে সরব সিপিআইএম সহ বিরোধীরা। রাজ্যের বিরোধী দল বিজেপির কটাক্ষ, আসলে আইএসএফ মমতার দুধেল গাইদের ভোটে ভাগ বসিয়েছে তাই মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত।