হাওড়া রুটের বন্দে ভারতের জন্য নতুন বড় ঘোষণা রেলমন্ত্রীর

বন্দে ভারত ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে৷ তবে সব রুটে সেই পরিকাঠামো না থাকায় থাকায় বর্তমানে বন্দে ভারত তার সর্বোচ্চ গতি…

বন্দে ভারত ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে৷ তবে সব রুটে সেই পরিকাঠামো না থাকায় থাকায় বর্তমানে বন্দে ভারত তার সর্বোচ্চ গতি তুলতে পারে না৷ উচ্চগতিতে ট্রেনটি চালানোর জন্য জায়গায় জায়গায় ট্র্যাকে পরিকাঠামোগত কাজ চলছে৷ এই সবের মধ্যে বন্দে ভারতের জন্য নতুন বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷

তিনি জানান, বর্তমানে দ্রুতগতিতে বন্দে ভারত ছোটানোর জন্য সব ব্যবস্থা করে ফেলেছে রেল৷ অন্তত দুটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের গতি বাড়িয়ে ১৬০ কিমি প্রতি ঘণ্টা করা হবে৷ দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া রুটকে এই ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে৷ প্রথমে এই দুই লাইনেই বাড়বে গতি৷ তাই ১০ হাজার ৯৮১ কিলোমিটার রুটে কাজ চলছে৷ এই দুটো রুটের পর একে একে সব লাইনের কাজ শুরু হবে বলে জানান তিনি৷

এদিন বন্দে ভারত ট্রেনের সাফল্যের খতিয়ানও দেন রেলমন্ত্রী৷ জানান, ২০২২-২৩ আর্থিক বছরে বন্দে ভারত ৯৬.৬২ শতাংশ যাত্রীতে পূর্ণ ছিল৷ যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে বন্দে ভারতের নিরাপত্তা, যাত্রী সুবিধা যেমন স্বয়ংক্রিয় দরজা, হেলান দেওয়া এরগোনমিক আসন, এক্সিকিউটিভের সুইভেল সিট সহ আরামদায়ক বসার ব্যবস্থা করছে৷