লোকসভা ভোটের আগের দিন প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক

লোকসভা ভোটের আগের দিন প্রয়াত প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর ইকবাল আহমেদ। গত চার বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। আজ, শুক্রবার…

tmc-despite-losing-the-lok-sabha-vote-the-strong-fight-could-make-this-trinamool-mla-a-minister

লোকসভা ভোটের আগের দিন প্রয়াত প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর ইকবাল আহমেদ। গত চার বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। আজ, শুক্রবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে ইকবাল আহমেদের বয়স হয়েছিল ৬৮ বছর।

২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হুগলির খানাকুল কেন্দ্রের বিধায়ক ছিলেন ইকবাল। এছাড়া কলকাতা পুরনিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। পুরনিগমের ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

   

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট সমাজকর্মী সুলতান আহমেদের ভাই ছিলেন ইকবাল আহমেদ। ফুটবলের প্রতি বিশেষ ভালোবাসা ছিল প্রাক্তন তৃণমূল বিধায়কের। খেলার মাঠের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর।

১৫ মিনিটেই পৌঁছবে QRT, সপ্তম দফার ভোটে বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের

প্রায় ২৩ বছর যুক্ত ছিলেন কলকাতার তিন প্রধানের মধ্যে অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এক সময় ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি ছিলেন। পরে মহামেডানের ফুটবল সচিবও হন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিশিষ্টরা।

ইকবাল আহমেদ

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে – ছয় দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

ইসবার ৫০০ পার! ভোট গণনার আগেই বাজিমাত তৃণমূলের, বামেরা সেই শূন্যই