Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় মোড় ঘুরিয়ে ইডি দফতরে পৌঁছলেন রত্না

এবার নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) চাঞ্চল্যকর মোড়। এই প্রথমবার ইডি দফতরে পৌঁছলেন প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী (Ratna Chakraborty Bagchi)৷ 

Ratna Chakraborty Bagchi appearing before ED in recruitment corruption case.

এবার নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) চাঞ্চল্যকর মোড়। এই প্রথমবার ইডি দফতরে পৌঁছলেন প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী (Ratna Chakraborty Bagchi)৷  মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব। নিয়োগ দুর্নীতিতে এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এমনকি তাঁর ঘনিষ্ঠ বহু ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

উল্লেখ্য, তৃণমূলের জমানায় দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। সেই সময় সচিব পদে কর্মরত ছিলেন রত্না। বর্তমানে জেলে রয়েছেন মানিক। তাঁর একাধিক একাধিক কর্মকাণ্ড প্রকাশ্যে আসতেই রত্নাকে তলব করা হয়েছে। সূত্রের খবর, মানিক সম্পর্কে একাধিক তথ্য জানতেই তাঁকে তলব করা হয়েছে। এর আগে অবশ্য কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না।

কিছুদিন আগেই তদন্তের কারণে ইডি দফতরে হাজিরা দিতে হয়েছিল পর্ষদের দুই প্রতিনিধিকে। ২০১২ এবং ২০১৪ সালের টেট সম্পর্কিত একাধিক নথি নিয়ে তাঁরা উপস্থিত হয়েছিলেন বলেই জানা গেছে। অর্ণব বসু নামে এক কর্মীকে গ্রেফতারের পরেই এবার সচিব রত্নাকে ডেকে পাঠাল ইডি।
এছাড়াও ইডি সূত্রে খবর, সরকারি অফিসে বসেই গোটা দুর্নীতির চিত্রনাট্য সাজানো হত। এখানেই শেষ নয়, এমনকি দুর্নীতির সঙ্গে পর্ষদের বেশ কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। সেটা কি রত্নার অগোচরেই হত? নাকি সবটা জেনে চুপ ছিলেন রত্না। তাই প্রাক্তন সচিবকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির গোড়ায় পৌঁছাতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।