Hugo Boumous join East Bengal: কোন শর্তে ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন বুমোস? জেনে নিন

আইএসএল শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপের পরেই স্টিফেন কনস্ট্যান্টাইনকে বিদায় করে আনা হবে নতুন কোচ।

Hugo Boumous, the French professional footballer.

আইএসএল শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপের পরেই স্টিফেন কনস্ট্যান্টাইনকে বিদায় করে আনা হবে নতুন কোচ। এক্ষেত্রে প্রথম থেকেই হাবাস, কুয়াদ্রাত,গাম্বাউ ও লোবেরার মতো একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসলেও বর্তমানে সবাইকে পিছনে ফেলে দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা।

এমনকি লাল-হলুদ আসতে ও নাকি মৌখিক সম্মতি প্রদান করেছেন তিনি। যারফলে মনে করা যেতেই পারে, যে আগামী মরশুমের জন্য হয়ত লোবেরার হাতেই উঠতে চলেছে ইস্টবেঙ্গলের দায়িত্ব। তবে এই স্প্যানিশ কোচের আসার সম্ভাবনা জোড়াল হতেই পড়শি ক্লাবের এক ফুটবলারের নাম উঠে এসেছে একাধিকবার। মরোক্কান তারকা হুগো বুমোস (Hugo Boumous)।

   

বিগত কয়েক মরশুমের পাশাপাশি এখনো এটিকে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা গেলেও মনে করা হচ্ছে লোবেরা কলকাতায় আসলে লাল-হলুদে যোগ দিতে পারেন তিনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে এই কোচের হাত ধরেই আইএসএলে নিজের প্রভাব বিস্তার করা শুরু করেছিলেন বুমোস। প্রথম এফসি গোয়া তারপর লোবেরার কোচিংয়েই আইএসএল জেতেন মুম্বাই সিটি এফসি তে। যদিও তারপর কোচের সাথে ঝামেলা করেই মুম্বাই ছেড়ে ছিলেন তিনি।

কিন্তু মনে করা হচ্ছে, লাল-হলুদ লোবেরা আসলে, পুরোনো কোচের কাছেই ফিরতে পারেন এই মরোক্কান তারকা। তবে সেক্ষেত্রে ও রয়েছে বেশকিছু শর্ত। আসলে হুগো বুমোসের সাথে এটিকে মোহনবাগানের দীর্ঘদিনের চুক্তি থাকায় তাকে নিতে গেলে প্রায় ২কোটি টাকা ট্রান্সফার ফি গুনতে হবে ইমামি ম্যানেজমেন্ট কে। যা খুব একটা সহজ নয়। হয়ত এক্ষেত্রে তার বিকল্প খোঁজার কাজেই এগোবে ইস্টবেঙ্গল ব্রিগেড। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছুই।

কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরে ও কেনো এটিকে মোহনবাগান থেকে যেতে চাইবেন বুমোস? আসলে এবারের আইএসএল ফাইনালেই এই ঘটনার সূত্রপাত। ম্যাচের ঠিক ৮৬ মিনিটের মাথায় তাকে তুলে নিয়ে এক ডিফেন্ডার নামান বাগান কোচ ফেরেন্দো। যা কিছুতেই মেনে নিতে পারেননি বুমোস। পরবর্তী সময় একটি জনপ্রিয় মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আমি জানিনা কোচ কেন এমন সিদ্ধান্ত নিলেন।

তবে অন্যান্য ম্যাচের তুলনায় আমি এই ম্যাচে যথেষ্ট ভালো খেলছিলাম। আমি থাকাকালীন দল খেলার সমতায় ফিরে ছিল। আর কিছুক্ষণ আক্রমণ শানাতে থাকলে ফের গোল আসতেই পারত। সকলের সামনে কোচের এই সমালোচনা কিছুতেই মেনে নেয়নি এটিকে ম্যানেজমেন্ট। পরবর্তীতে কোচের সঙ্গে দূরত্ব তৈরি হলেও বিষয়টিকে মেটানোর চেষ্টা করে এটিকে কতৃপক্ষ। তবে হয়ত তা মন থেকে মেনে নেননি বুমোস।