TMC: তৃণমূলে চোর আছে বলে মমতাকে অস্বস্তিতে ফেললেন জাকির

তৃণমূলের কিছু প্রধান চুরি করে তার দায় দলকে নিতে হয়। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের এমন মন্তব্যে অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী তথা টিএমসি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee

তৃণমূলের কিছু প্রধান চুরি করে তার দায় দলকে নিতে হয়। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের এমন মন্তব্যে অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী তথা টিএমসি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisements

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার হয়েছেন একা়ধিক বিধায়ক ও নেতা। যার জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য বিধায়ক জাকির হোসেনের। তিনি নিজেও তদন্তের মুখে পড়েছেন।

Advertisements

শনিবার জাকির হোসেন বলেন, তৃণমূলের কিছু প্রধান চুরি করে। আর তার দায় নিতে হয় দলকে। অপরাধের ভার নেত্রীর ওপরে পড়ে বলেও দাবি জঙ্গিপুরের বিধায়কের। তিনি যখন মঞ্চ থেকে বলছেন তখন মঞ্চে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

তৃণমূলের অন্দরে দুর্নীতি রয়েছে তা স্বীকার করে নেন ফিরহাদ। তিনি বলেন, তৃণমূল একটা পরিবারের মতো। নিশ্চিত ভাবে সংসারে পাঁচটা ভাই থাকলে একটা ভাই বদনাম করে দেয়। এক কোটির পার্টিতে খুব বেশি হলে ১ হাজার চোর-চামার নিশ্চিত ভাবে আছে। শতাংশের নিরিখে তা খুবই কম। এর থেকে বেশি নেই। কিন্তু যারা চোর তাঁদের সমর্থন করি না।

আগামী নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়াতে চাইছে বিরোধীরা। কারণ, একের পর এক নেতা গ্রেফতারের পর এখন প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা। এখনও অনেক নেতারা তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন, এমনটাও জানা যাচ্ছে। এমত অবস্থায় জাকির হোসেনের মন্তব্য দলকে ফের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।