মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে ধুন্ধুমার অবস্থা (Locket Chatterjee)। বেহালায় হাতে গঙ্গাজল নিয়ে থানা শুদ্ধিকরণ করতে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির নেত্রী ও সমর্থকেরা। আজ জেলায় জেলায় তারা থানা শুদ্ধিকরণ কর্মসূচির আহ্বান জানিয়েছে। ব্যারিকেড টপকে ডিসি নর্থের অফিসের কাছে পৌঁছে মানিকতলা থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। এই কর্মসূচিতে হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান হুগলি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
গঙ্গাজল ছিটিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় বিজেপি দলের মহিলা কর্মীদের। এই অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত হলে পাল্টা লাঠি নিয়ে তেড়ে আসে পুলিশ। এই সম্পর্কে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “তারা অন্য দলগুলোকে কর্মসূচি করার অনুমতি দিয়েছে, কিন্তু বিজেপি কেন আন্দোলন করতে পারে না? আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করার জন্য প্রস্তুত ছিলাম। পুলিশ জবাব দিক, তারা কি পশ্চিমবঙ্গের নারীদের প্রতি অত্যাচার বন্ধ করতে পারবে?”
আরজি কর কাণ্ড নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বারংবার তার দেখা মিলেছে নানান প্রতিবাদ মিছিলে। অগস্ট মাসের শুরুর দিকে ধর্ণামঞ্চেও বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। আরজি কর কাণ্ডের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েও মিছিলে নেমেছিলেন তিনি। আজ, এই কর্মসূচিতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও।