Bangladesh: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদী-বাইডেন আলোচনা

বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আমেরিকার ডেলওয়ারে কোয়াড সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন…

Narendra Modi and Potus Joe Biden talk over bangladesh situation

বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আমেরিকার ডেলওয়ারে কোয়াড সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর চলতি অস্থিরতা ভারতের পক্ষে উদ্বেগজনক। বর্তমানে কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নিরাপদ নয়। পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে সেদেশে স্থিতিশীল সরকার দেখতে চায় নয়াদিল্লি। এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সে দেশে হিংসাত্মক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে পীড়ন বন্ধ করার দিকে জোর দিয়েছেন মোদী।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শক্তি এবং রাশিয়া-চিনের সঙ্গে টেক্কা দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারতকে কিছু ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দু’পক্ষেরই। তা ছাড়া ভারতের বিশাল বাজারে এবং বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে মস্কো নির্ভরতা কমানোরও চেষ্টা করছে আমেরিকা। বাইডেনের সঙ্গে মোদীর বৈঠকের পরে এই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে।

   

আমেরিকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু শেষপর্যন্ত তা বাতিল হয়। কেন সেই বাতিল হল তা নিয়ে জল্পনা হলেও সময়ের কারণেই দুই নেতার বৈঠক সম্ভব নয় বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।