TMC: মুখ খুলতে মানা, মুখপাত্রদের হুঁশিয়ারি মমতার, নিশানায় কুণাল?

দলীয় মুখপাত্রদের কড়া বার্তা দিলেন তৃ়নমূল নেত্রী মমতা। তিনি বলেছেন প্রকাশ্যে মুখ খোলা যাবে না। যা বলার দলের অ়ভ্যন্তরে বলতে হবে। তৃণমূলের অ়ভ্যন্তরে নবীণ ও…

CM Mamata Banerjee

দলীয় মুখপাত্রদের কড়া বার্তা দিলেন তৃ়নমূল নেত্রী মমতা। তিনি বলেছেন প্রকাশ্যে মুখ খোলা যাবে না। যা বলার দলের অ়ভ্যন্তরে বলতে হবে। তৃণমূলের অ়ভ্যন্তরে নবীণ ও প্রবীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল নেত্রী দলীয় নেতাদের বলেছেন নিষেধাজ্ঞা না মানলে কড়া ব্যবস্থা হবে।

মমতার নিশানায় কি দলের মুখপাত্র কুণাল ঘোষ? তৃণমূল অন্দরেই উঠছে প্রশ্ন। কারণ, নবীণ প্রবীণ দ্বন্দ্বে বারবার মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ বলে চর্চিত। লোকসভা ভোটের জন্য বুধবার থেরে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

   

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকেই দলীয় মুখপাত্রদের প্রকাশ্যে মুখ খুলতে নিষেধাজ্ঞা জারি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠকেই অভিষেকের উপর বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেন মমতা। তিনি নির্দেশ দিয়েছেন, বিজেপি সরকারের খামতি, রাজ্যের প্রতি বঞ্চনা এবং রাজ্যের সাফল্য নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করতে হবে অভিষেককে।

মমতা এই বৈঠকে জানান কেউ দলবিরোধী কাজ করেন বা প্রকাশ্যে মুখ খোলেন তাহলে প্রয়োজনে তাঁকে ছেঁটে ফেলা হতে পারে। কয়েকজনের ভূমিকায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মমতা। তারা কারা? তৃণমূলের অন্দরে আলোচনা কুণাল ঘোষকে নিশানা করেছেন মমতা। তবে তিনি কারোর নাম সরাসরি বৈঠকে বলেননি। অভিষেককে ঘিরে দলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বে কুণাল ঘোষের একাধিক মন্তব্যে তৃণমূল নেত্রী বিরক্ত বলেই জানা যাচ্ছে।