NorthEast United FC: ব্রাজিলিয়ান তারকাকে বিদায় জানাতে পারে নর্থইস্ট

চলতি আইএসএল মরশুমে ও খুব একটা ভালো অবস্থানে নেই নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। তবে টুর্নামেন্টের শুরুর দিকে লড়াকু মেজাজে এই দলকে দেখা গেলেও পরবর্তীতে…

Brazilian Star Ibson Melo

চলতি আইএসএল মরশুমে ও খুব একটা ভালো অবস্থানে নেই নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। তবে টুর্নামেন্টের শুরুর দিকে লড়াকু মেজাজে এই দলকে দেখা গেলেও পরবর্তীতে একেবারেই ছন্নছাড়া হয়ে পড়ে এই ফুটবল ক্লাব। যার দরুন পয়েন্ট টেবিলের কিছুটা নিচে চলে আসতে হয় নর্থইস্টকে। বর্তমানে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে এই ফুটবল ক্লাব।

এখনো পর্যন্ত এই মরশুমে দুইটি জয়ের পাশাপাশি ছয়টি ড্র রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের। সেই সঙ্গে রয়েছে চার ম্যাচ পরাজয়ের জ্বালা। স্বাভাবিক ভাবেই হতাশ দলের সমর্থকরা। পাশাপাশি খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সকলের। এক্ষেত্রে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো কে কাজে লাগাতে মরিয়া এই ফুটবল দল।

এক্ষেত্রে ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ ও আক্রমণভাগের ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও খুব একটা সফল হতে পারেননি। এছাড়াও হতাশ করছেন দলের গোলরক্ষক। তাই এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো কে কাজে লাগিয়ে নয়া গোলরক্ষক নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে সেখানেই শেষ নয় এই মরশুমে দলের ক্ষেত্রে ও বেশকিছু বদল আনতে চাইছে জন আব্রাহামের ম্যানেজমেন্ট। গত কয়েকদিন ধরেই একাধিক তরুণ ফুটবলারের দিকে নজর ছিল তাদের। এক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলোর দিকে তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের এই প্রভাবশালী ফুটবল ক্লাব। তবে এক্ষেত্রে ছাড়তে হতে পারে পুরোনো ফুটবলারদের।

এবার সেই তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ইবসন মেলো। চলতি মরশুমে খুব একটা সফল হতে পারেননি সেন্টার ফরোয়ার্ড। গোল পেয়েছেন মাত্র দুইটি। যা নিয়ে প্রবল হতাশ সকলেই। তাই এবার ঘুরে মরিয়া নর্থইস্ট ইউনাইটেড।