উদ্ধার ২৫ লক্ষ টাকার বিদেশি সিগারেট, গ্রেফতার ২

জলপাইগুড়ি: একটি গাড়িতে বাঁশ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু ওই বাঁশের আড়ালেই অবৈধভাবে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিদেশি সিগারেট৷ হাতেনাতে গাড়িটি পাকড়াও করে পুলিশ৷…

জলপাইগুড়ি: একটি গাড়িতে বাঁশ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু ওই বাঁশের আড়ালেই অবৈধভাবে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিদেশি সিগারেট৷ হাতেনাতে গাড়িটি পাকড়াও করে পুলিশ৷ গ্রেফতার করে ২ ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়কে৷

জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়৷ এরপরই মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়কে বাঁশ বোঝাই একটি গাড়িকে আটক করে৷ শুরু করে তল্লাশি৷ এরপরই বাঁশের ভিতর থেকে বেরিয়ে আসে বিদেশি সিগারেট৷ ঘটনায় গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৬৬ কার্টুন বিদেশি সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২৫ লক্ষ টাকা৷ বাজেয়াপ্ত করা হয় ওই সিগারেটগুলি৷ বাঁশ বোঝাই গাড়িটি অসম থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মায়ানমার হয়ে এত বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ভারতে ঢুকেছে৷

উদ্ধার হওয়া সিগারেটগুলি পুড়িয়ে দেয় পুলিশ৷ সেই সঙ্গে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ কোথা থেকে তারা এই সিগারেটগুলি নিয়ে এসেছে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ সেই সঙ্গে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে৷ বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷