পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা, উত্তরবঙ্গে যাওয়ার টিকিট কাটার আগে সাবধান

আপনিও কি বর্ষায় দার্জিলিং বা কালিম্পং যাওয়ার প্ল্যান করেছেন? ট্রেন বা বাসের টিকিট ইতিমধ্যে কেটে ফেলেছেন? তাহলে আজই সাবধান হয়ে যান, কারণ এবার পাহাড়ি এলাকাগুলিতে…

north bengal পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা, উত্তরবঙ্গে যাওয়ার টিকিট কাটার আগে সাবধান

আপনিও কি বর্ষায় দার্জিলিং বা কালিম্পং যাওয়ার প্ল্যান করেছেন? ট্রেন বা বাসের টিকিট ইতিমধ্যে কেটে ফেলেছেন? তাহলে আজই সাবধান হয়ে যান, কারণ এবার পাহাড়ি এলাকাগুলিতে হড়পা বানের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে উত্তরবঙ্গের একের পর এক জেলা ভারী বৃষ্টির জেরে ভাসছে। জায়গায় জায়গায় নামছে ধস। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা সেখানে গিয়ে ফেঁসে থাকছেন ঘণ্টার পর ঘণ্টা। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চারদিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে পাহাড়ে। পাহাড়ি এলাকা বৃষ্টির জেরে নামতে পারে ধস। ফলে পর্যটকদের আপাতত সেখানে না যাওয়ারই পরামর্শ দেওয়া হচ্ছে। 

   

একের পর এক নিম্নচাপ, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের দাপটে দফায় দফায় ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র বাংলা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও এর আশপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর ১.৫ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় দক্ষিণ দিকে হেলে রয়েছে। যে কারণে আজ ও আগামী দিনে বাংলার একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি হতে পারে।

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সপ্তাহান্তে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে।