ফের সাতসকালে অ্যাকশন মুডে ED, শেখ শাহজাহানের একাধিক ডেরায় চলছে তল্লাশি

ফের আজ শুক্রবার সাতসকালে রাজ্যের বেশ কিছু জায়গায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED)-এর আধিকারিকরা। সন্দেশখালিতে নারী নির্যাতনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেত্রী শাহজাহান…

ফের আজ শুক্রবার সাতসকালে রাজ্যের বেশ কিছু জায়গায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED)-এর আধিকারিকরা।

সন্দেশখালিতে নারী নির্যাতনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেত্রী শাহজাহান শেখ আরও বিপাকে পড়েছেন। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) কেলেঙ্কারিতে পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখের (Sheikh Shahjahan) ছ’টি জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ২৯ ফেব্রুয়ারি ইডি শাহজাহানকে তদন্তে যোগ দেওয়ার জন্য নতুন করে সমন জারি করার একদিন পরেই এই অভিযান চালানো হয়।

মধ্য হাওড়ায় পার্থ প্রতিম সেনগুপ্তের বাড়িতে চলছে ইডির হানা। পার্থ পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।

তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে বলা হলেও তৃণমূল নেতা শাহজাহান দীর্ঘদিন ধরে পলাতক। পশ্চিমবঙ্গে বহু কোটি টাকার রেশন বণ্টন কেলেঙ্কারির সঙ্গে শাহজাহানের নাম জড়িত বলে অভিযোগ। গত মাসে ইডি ১২০ জন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দেয়। তৃণমূল নেতাকে না পাওয়া গেলেও বাংলায় পুলিশের উপস্থিতিতে তাঁর বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেয় তদন্তকারী সংস্থা।