মৎস্যজীবীদের স্বার্থে নতুন সমিতি গঠন পূর্ব মেদিনীপুরে

মিলন পণ্ডা, কাঁথি: “দিন আনি দিন খাই আমরা মৎস্যজীবি, আমাদের জন্য বেঁচে রয়েছে সমাজে বুদ্ধিজীবীরা৷” পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবি উন্নয়ন সমিতি (East Midnapore fishermen welfare)…

মিলন পণ্ডা, কাঁথি: “দিন আনি দিন খাই আমরা মৎস্যজীবি, আমাদের জন্য বেঁচে রয়েছে সমাজে বুদ্ধিজীবীরা৷” পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবি উন্নয়ন সমিতি (East Midnapore fishermen welfare) নতুন হয়ে সাধারণ মৎস্যজীবি পাশে দাঁড়াল। রেজিস্টেশন পাওয়া পর বৃহস্পতিবার কাঁথি নবনির্মিত অফিস ঘরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা পটাশপুর উওম বারিক, প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ মৎস্যজীবীদের ভোটে সভাপতি হিসেবে নিযুক্ত হন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, সম্পাদক হিসেবে নিযুক্ত হন অজয় সাহু। প্রত্যেক ব্লক থেকে একজন করে মৎস্যজীবী কনভেনার গঠন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি’তে বিধায়ক উওম বারিক ও প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর’কে উপদেষ্টা কমিটি রাখা হয়।

   

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা পটাশপুর উওম বারিক বলেন, “এই কমিটি সামনে তিন বছর সত্যতা সাথে, মৎস্যজীবি উন্নয়ন জন্য কাজ করবে৷” আগামী পুজোর পর বড় মাপের সভা আয়োজন করা হচ্ছে। মৎস্যজীবিদের স্বার্থ রক্ষা জন্য কি করতে হবে, সেদিন সভা’তে আমরা ঘোষনা করবো। উপয়ুক্ত মৎস্যজীবি সরকারি সঠিক পরিসেবা পায়, তার দেখতে হবে।’’

Advertisements

কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা নব নিযুক্ত পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বলেন, “মৎস্যজীবি সুবিধা জন্য প্রত্যেকে আইডি কার্ড করে দেওয়া হবে। এখনোও মৎস্যজীবি রয়েছেন, কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় প্রকল্পে পাচ্ছেন না। দ্রুত প্রকল্পে আওয়া আসেন, তার জন্য সবরকমের চেষ্টা করবো৷”