প্রার্থী তালিকা নিয়ে বাড়ছে ক্ষোভ, ‘সাফাই’ দিলেন ফিরহাদ

আসন্ন পুরভোট নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের শাসক দলে বেড়েই চলেছে ক্ষোভ। আর এই নিয়ে এবার কিছুটা ‘সাফাই’ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।…

আসন্ন পুরভোট নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের শাসক দলে বেড়েই চলেছে ক্ষোভ। আর এই নিয়ে এবার কিছুটা ‘সাফাই’ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি দাবি করেছেন যে কেউ তৃণমূলের ওয়েবসাইটের পাসওয়ার্ডের অপব্যবহার করেছে। আসন্ন ১০৮টি পুরসভাতে নির্বাচনের জন্য শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। আর এই তালিকা প্রকাশ হতেই শুরু হয় বিক্ষোভ। অনেকেই এই তালিকায় স্থান পাননি বলে অভিযোগ তোলা হয়েছে। জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ।

এবার এই নিয়েই এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আমার মনে হয় কেউ ওয়েবসাইটে একাধিক প্রার্থী তালিকা দিয়ে আমাদের বিশ্বাসের অপব্যবহার করেছে। কারণ রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া কোনও নাম চূড়ান্ত হয়নি। আমার মনে হয় কেউ কিছু করেছিল, যা পরে সংশোধন করা হয়।’

ফিরহাস আশ্বাস দেন, দল বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং কী ভুল হয়েছে তা খুঁজে বের করবে। প্রার্থী তালিকার সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থার কোনও সম্পর্ক নেই বলে যে দাবি করা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।