Firhad Hakim: নাবালিকা গণধর্ষণে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ

রাজ্যে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা সেখানে এরকম ঘটনা বারবার…

Firhad Hakim

রাজ্যে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা সেখানে এরকম ঘটনা বারবার কেন ঘটছে সেই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। একই সুর শোনা গিয়েছে কয়েকজন শাসক দলের নেতার মুখেও। নাবালিকা গণধর্ষণ যারা করছে তাদেরকে মৃত্যু দণ্ড হাওয়া উচিত। এটা কেনো হটাৎ করে এটা বেড়েছে তার পিছন চক্রান্ত হচ্ছে বলে দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি আরও বলেন, ‘যেভাবে দেশ জুড়ে এই ঘটনা হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ বললে হবে না দেশ জুড়ে হচ্ছে এটা। স্বরাষ্ট্র দফতর বলছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ নিরাপদ। বিদেশ নীতি, জিডিপি বাংলাদেশ থেকে কমে গেছে। প্রধানমন্ত্রী নিশ্চয় পুজো করুন কিন্তু দেশের পরিস্থিতির উপরে নজর দেওয়া উচিৎ তাঁর।’

বেআইনি জমি, বাড়ি ইস্যুতে ফিরহাদ হাকিম বলেন, ‘এত বড় শহরে কোথায় না কোথায় বেআইনি বাড়ি হয়ে থেকে। ১০০ শতাংশ বেআইনি বন্ধ হয়ে গেছে সেটা বলা যাবে না। আস্তে আস্তে এই সমস্যা সমাধান করা হবে। তার জন্য কড়া ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পুকুর ভরাট হলে জেল হবে।’

এদিন তাঁকে প্রশ্ন করা হয় যে কেন বালিগঞ্জে সিপিএম লিড করেছে? এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘সেটা দেখতে হবে। ৬৫/৬৪ ওয়ার্ডে জয় সংখ্যালঘু বলে নয়। সাম্প্রতিক ঘটনার প্রভাব উপনির্বাচনে পড়েনি। তবে সব জায়গায় ভোটের মার্জিনে কমেছে। পুর সভা নির্বাচনের সময় আবহাওয়া ভালো ছিল।’

এদিন আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। যদিও সকল অভিযোগ অস্বীকার করে ফিরহাদ বলেন, ‘ কেন অগ্নিমিত্র পলের গাড়ি ভাঙা হবে? দেখতে হবে কেউ নিজেই নিজের গাড়ি ভেঙে দিয়েছে নাকি।’