হাওড়ার বহুতলে আগুন, নার্সদের হস্টেলে আতঙ্ক

হাওড়ার (Howrah) বি গার্ডেন থানার নস্করপাড়ায় একটি বহুতলের তিনতলার ফ্ল্যাটে (apartment) ভয়াবহ আগুন (fire) লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক (panic) সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ওই ফ্ল্যাটে…

Howrah fire

হাওড়ার (Howrah) বি গার্ডেন থানার নস্করপাড়ায় একটি বহুতলের তিনতলার ফ্ল্যাটে (apartment) ভয়াবহ আগুন (fire) লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক (panic) সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ওই ফ্ল্যাটে আগুন লাগলে আশেপাশে থাকা বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। একাধিক বাসিন্দা যখন দুপুরের খাবার খাচ্ছিলেন বা ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আগুনের সংবাদে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

এখানে উল্লেখযোগ্য যে, যে ফ্ল্যাটে আগুন লেগেছিল, সেখানে কোনো বাসিন্দা ছিলেন না। ওই ফ্ল্যাটের নার্সরা (nurses) তখন তাদের ডিউটিতে ছিলেন। তবে আগুনের তাপ এবং ধোঁয়ায় অন্যান্য বাসিন্দারা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের মানুষরা সাহায্যের জন্য ছুটে আসেন। স্থানীয়রা দ্রুত বোটানিক্যাল গার্ডেন থানায় এবং দমকল বাহিনীতে খবর দেন।

   

ঘটনাস্থলে দ্রুত দুটি দমকল ইঞ্জিন পৌঁছায়। তবে, সমস্যার সম্মুখীন হতে হয় কারণ বহুতলটি একটি সরু গলির ভিতরে অবস্থিত, যার কারণে দমকলের ইঞ্জিন ভিতরে ঢুকতে পারছিল না। কিন্তু দমকলকর্মীরা হোস পাইপের সাহায্যে মূল রাস্তায় থেকে জল টেনে এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

দমকল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ফ্ল্যাটে আগুনের কারণ হতে পারে জ্বলন্ত ধূপ। তবে আগুনের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, স্থানীয় বাসিন্দারা ভয় ও আতঙ্কের মধ্যে সময় কাটান। দমকলের দ্রুত পদক্ষেপ ও উদ্ধার কাজের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।