বাংলাদেশ সীমান্তে মহিলা বিএসএফের রাইফেল ছিনতাই

উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ (Bangladesh border) ঘোজাডাঙ্গা সীমান্তে মহিলা বিএসএফ ( BSF) কনস্টেবলের আগ্নেয়াস্ত্র গুলি ছিনতাই করে পালালো দুষ্কৃতিরা। রীতিমত তোলপাড় শুরু হয়েছে। ঘোজাডাঙ্গা সীমান্তে…

Female BSF rifle snatched at Bangladesh border in Basirhat

উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ (Bangladesh border) ঘোজাডাঙ্গা সীমান্তে মহিলা বিএসএফ ( BSF) কনস্টেবলের আগ্নেয়াস্ত্র গুলি ছিনতাই করে পালালো দুষ্কৃতিরা। রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

ঘোজাডাঙ্গা সীমান্তে মঙ্গলবার ভোর চারটে নাগাদ ১৫৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা কনস্টেবল সীমান্ত পাহারায় ছিলেন।একদল দুষ্কৃতী তাকে মারধর করে তার ইন্সাস রাইফেল কুড়ি রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় বাংলাদেশের দিকে। এই ঘটনায় কিছুক্ষণের জন্য বিএসএফের গতিবিধি এত বেশি ছিল যার ফলে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়। আজ সেটা স্বাভাবিক হয়েছে।

ঘোজাডাঙ্গা শুল্ক দফতর, সীমান্তের আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু ১৫৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা বসিরহাট থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেখানে তাদের ইন্সাস রাইফেল ও কুড়ি রাউন্ড গুলি ছিনতাই হয়ে গেছে বলে অভিযোগ করেন।

ইতিমধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন যুবককে আটক করেছে বিএসএফ। তাদেরকে বসিরহাট থানার পুলিশ হাতে তুলে দেয়া হয়েছে ।জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক অনুমান বাংলাদেশি দুষ্কৃতিদের যোগসাজশে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে