Murshidabad: রঘুনাথগঞ্জে গুলিতে মৃত এক, নাম জড়াল তৃণমূল নেতার ভাগ্নের

মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নিশীথ দাস। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার অজগরপাড়া এলাকায়।

Fatal Shooting

মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নিশীথ দাস। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার অজগরপাড়া এলাকায়। সোমবার বিকেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে জানায় ওই ব্যক্তি।

Advertisements

এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের ভাগ্নের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ইট ভাটার দখলকে কেন্দ্র করে ঝামেলা থেকেই এই গুলি চলে।

প্রসঙ্গত, এদিন বিকেলে একটি চায়ের দোকানে বসেছিলেন নিশীথ। সেই সময়েই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব আনুমানিক প্রায় ২০০ মিটার।

Advertisements

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূল নেতার ভাগ্নে ও তার সাঙ্গপাঙ্গরা বাইকে চেপে পালিয়ে যাচ্ছেন। অভিযোগ ওঠে, গুলি চালানোর পরই বাইকে চেপে পালিয়েছিলেন তারা।

ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘যে ঘটনাটি ঘটিয়েছে, তাদের অবশ্যই শাস্তি হবে। পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। এখানে আমাদের রাজনৈতিক কোনও চক্রান্ত নেই। আমার ভাগ্নে বলেই যে সে ছাড় পেয়ে যাবে এমন কোনও ব্যাপার নয়।’