Beldanga: কং-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র বেলডাঙা, নিহত টিএমসি নেতা

Panchayat-election

রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। ভোটের দামামা বাজার আগেই রাতেই ঝরল আরেক প্রাণ। এবার উত্তপ্ত বেলডাঙা (Beldanga)। নিহত তৃণমূল নেতা। ভোটের আগেই ঝরল আরেকটা প্রাণ। জানা গিয়েছে শুক্রবার রাত ১১ টা নাগাদ তৃণমূল কংগ্রেস সংঘর্ষ হয়। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় নিহত হয়েছেন এক তৃণমূল নেতা। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে কাপসডাঙাতে নামানো হয়েছে RAF। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন ও নিয়ন্ত্রণে আনা যায়নি। ভোটের বলে গত ৩০ দিনে দাড়ালো ১৯। আজ সকালেই খুন হন মুর্শিদাবাদের রাণীনগরে কংগ্রেস কর্মী। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। যদিও শাসক দল সব অভিযোগ অস্বীকার করেছে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন