panchayat election: ভাঙড়ে বোমা বৃষ্টি, বুথ রক্ষায় ঝাঁটা-কাটারি হাতে রাস্তায় মহিলারা

রাতেই বোমা বৃষ্টি শুরু। শনিবার সকালে ভাঙড়ের ভোট (panchayat election) কেমন হতে চলেছে তা বুঝিয়ে দিল শুক্রবার রাতের পরিস্থিতি।

Panchayat election ISF tmc clash at bhangar

রাতেই বোমা বৃষ্টি শুরু। শনিবার সকালে ভাঙড়ের ভোট (panchayat election) কেমন হতে চলেছে তা বুঝিয়ে দিল শুক্রবার রাতের পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ও বাম-আইএসএফ জোট সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হচ্ছে। ঝাঁটা, কাটারি নিয়ে মহিলারা রাস্তায় নামলেন। ভাঙড়ের সাতুলিয়ায় CPIM ও ISF জোটের সাথে তৃণমূলের সংঘর্ষ চলে। পরপর বোমাবাজিতে উত্তপ্ত এলাকা। দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ চলছিল। তবে রাতে সেই সংঘর্ষ বড় আকার নেয়।

তৃণমূলের অভিযোগ, বাম ও আইএসএফ বুথ লুঠ করছে। আর স্থানীয় মহিলারা বলছেন, বিকেল থেকে তৃণমূলের বাইক বাহিনী চক্কর কাটছিল। ওরাই হামলা করেছে। শতাধিক মহিলা ঝাঁটা, কাটারি নিয়ে রাস্তার উপর জড়ো হন। তারাও পাল্টা মার শুরু করেন। সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

   

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই ভাঙড় ছিল রক্তাক্ত। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে যান রাজ্যপাল। শনিবারও তিনি সংঘর্ষ কবলিত এলাকাটি ফের পর্যবেক্ষণ করবেন বলে রাজভবন সূত্রে খবর।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকত মোল্লা, তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গত বিধানসভা ভোটে এই আসনটি তৃণমূলের হাতছাড়া হয়। বিধায়ক তথা ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির দাবি, এলাকার দখল নিতে মরিয়া তৃণমূল। শাসকদলের অভিযোগ, ভাঙড়ে অশান্তি ছড়াচ্ছেন নওশাদ।

পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।

পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।