আনিস মামলায় নয়া মোড়, CBI-তদন্তের দাবি পরিবারের

এসএফআই (SFI) ছাত্র নেতা খুনে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি তুলল ছাত্রের পরিবার। রবিবার আনিসের সারদা দক্ষিণ পাড়ার বাড়িতে যান আমতা থানার এএসআই ।…

short-samachar

এসএফআই (SFI) ছাত্র নেতা খুনে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি তুলল ছাত্রের পরিবার। রবিবার আনিসের সারদা দক্ষিণ পাড়ার বাড়িতে যান আমতা থানার এএসআই । পুলিশ দেখেই ক্ষোভে ফেটে পরে পরিবার সহ গোটা গ্রামবাসী।

   

এদিন চরম বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় পুলিশবাহিনী। পরিবারের দাবি, পুলিশই মেরেছে তাদের ছেলেকে। তাই সিবিআইকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তাঁদের মধ্যে গড়িমসি দেখা যায়। বহুক্ষণ ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পড়ে থাকে আনিশের রক্তাক্ত দেহ। প্রায় সাত-আট ঘণ্টা পর ঘটনাস্থলে যায় পুলিস। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে চলে যায়। কিন্তু তারপর থেকে পুলিশকে আর সেখানে দেখা যায়নি। এমনকী, ঘটনাস্থলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে চাপ চাপ রক্ত। কোনও নমুনা অবধি সংগ্রহ করা হয়নি বলে পরিবারের অভিযোগ।

রবিবার জেলায় জেলায় বিক্ষোভ করবে বাম ছাত্র সংগঠন এসএফআই বলে জানানো হয়েছে দলের তরফ থেকে। তারা আনিস কে নিজেদের সংগঠনের কর্মী বলে দাবি করেছে।

মৃত আনিস খান এসএফআই করতেন। পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে ছিলেন। শুক্রবার হাওড়ার আমতায় তাঁকে কয়েকজন বাড়ির ছাদ থেকে ফেলে দেয়। এদের একজন পুলিশের পোশাকে ছিল। তবে থানা থেকে পুলিশ পাঠানো অস্বীকার করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনিস খানের পরিবার খুনের অভিযোগ তুলেছে। অভিযোগ, বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়ের বিরুদ্ধে সরব থাকায় আনিসকে সরিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। শনিবার রাতে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পার্ক সার্কাসে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা। ব্যানার হাতে, মোমবাতি জ্বালিয়ে মিছিল করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, আনিসের মৃত্যুর ঘটনায় যাঁরা জড়িত, দ্রুত তাঁদের শনাক্ত করে শাস্তি দিক প্রশাসন। পার্ক সার্কাসে মানববন্ধন করে প্রতিবাদ দেখান পড়ুয়ারা । বিক্ষোভে সামিল হন আলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ধুন্ধুমার কান্ড ঘটে।