Accident: পথ-দূর্ঘটনায় সলিল সমাধি নয় বরযাত্রীর

রবিবার সকালে মিলল এক মর্মান্তিক দুর্ঘটনার (Accident) খবর। রাজস্থানের কোটে জেলায় চম্বল নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে ৯ জনের। গাড়ির ভিতরেই সাতজনের মৃত্যু হয়েছে বলে…

রবিবার সকালে মিলল এক মর্মান্তিক দুর্ঘটনার (Accident) খবর। রাজস্থানের কোটে জেলায় চম্বল নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে ৯ জনের। গাড়ির ভিতরেই সাতজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। গাড়ি থেকে দূরে, নদীর জলে উদ্ধার হয়েছে আরও দু’টি দেহ। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজস্থান থেকে মধ্য প্রদেশের দিকে যাচ্ছিল বরযাত্রীর একটি গাড়ি। যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। ব্রিজ থেকে গাড়ি গিয়ে পড়ে চম্বল নদীর জলে। 

গাড়ি এবং দেহ উদ্ধারের পর উঠে আসছে মর্মান্তিক ছবি। তদন্তকারীদের অনুমান, গাড়ি জলে পরে যাওয়ার পর জানলার কাঁচ খোলার চেষ্টা করেছিলেন যাত্রীরা। একটি মাত্র কাঁচ নামাতে সফল হয়েছিলেন তাঁরা। সাতটি দেহ মিলেছে গাড়ির ভিতর থেকে। মনে করা হচ্ছে গাড়ি থেকে বেরোতে না পেরে ভিতরেই তাঁদের মৃত্যু হয়েছে। দু’জনের দেহ উদ্ধার হয়েছে গাড়ি থেকে কিছুটা দূরে। বরের দেহও উদ্ধার করা হয়েছে। ন’জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

ঠিক কী কারণে এই দুর্ঘটনা সে ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছেন না তদন্তকারীরা। কারও অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত চলছে।