ফালাকাটায় নাবালিকা ধর্ষণ-হত্যাকাণ্ডে গ্রেফতার ১

Falakata rape case one accused arrested

ফালাকাটায় (Falakata incident) নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রামবাসীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। নির্যাতিতার জন্য দ্রুত বিচার এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারন মানুষ। শনিবার ফালাকাটার রাস্তায় টায়ার জ্বালিয়ে, স্লোগান তুলে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisements

ঘটনাটি প্রথমে প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, এমন নৃশংস ঘটনায় যথাযথ বিচার না হলে তারা চুপ করে বসে থাকবেন না। স্থানীয় মানুষজনের দাবি, এরকম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা বারবার ঘটবে।

এদিকে, ধর্ষণের প্রমাণ সংগ্রহের জন্য ময়নাতদন্তের রিপোর্ট পাঠিয়েছে কোচবিহারের এমজেএন হাসপাতাল।

পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তে আরও কিছু তথ্য উঠে এসেছে যা অভিযুক্তদের চিহ্নিত করতে সহায়ক হতে পারে। ওই রিপোর্টের ভিত্তিতে অপরাধের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে তদন্তে আরও তৎপর হয়েছে পুলিশ।

Advertisements

অপরাধীদের ধরতে জোরদার অভিযানে নেমেছে ফালাকাটা থানার পুলিশ। ইতিমধ্যেই আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই নৃশংস ঘটনার জন্য পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন।

ফালাকাটার এমন পরিস্থিতিতে উত্তেজনা যেন বাড়ছে ক্রমেই। সাধারণ মানুষের দাবি, ন্যায়বিচার ছাড়া তারা শান্ত হবেন না। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে।