নদী ভাঙনের পর গ্রাম দেখতে গোসাবায় গেল প্রশাসন

পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধের প্রায় ২০০ ফুট জায়গা নদীগর্ভে চলে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গোসাবার (Gosaba) দয়া পুরে। প্লাবনের আশঙ্কায়…

river erosion

পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধের প্রায় ২০০ ফুট জায়গা নদীগর্ভে চলে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গোসাবার (Gosaba) দয়া পুরে।

প্লাবনের আশঙ্কায় বাঁধ মেরামত করতে হাত লাগান গোসাবা গ্রামবাসীরা। পরে ঘটনাস্থলে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এর পর প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। সুন্দরবনের প্রায়ই শোনা যায় নদীগর্ভে চলে গিয়েছে একাধিক জমি-জায়গা।

মাথায় হাত পড়েছে গ্রামবাসীদের। এর পরে হয়তো ঘরছাড়া হতে হবে তাদের। নদীগর্ভে চলে যাচ্ছে গবাদি পশু থেকে ঘরবাড়ি সব কিছুই। ঠাঁই হবে কোথায়, তাই নিয়েই উঠছে প্রশ্ন। সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে কংক্রিটের বাদ এখনও তৈরি হয়নি। প্রত্যেক গ্রামবাসীর দাবি স্থায়ী বাঁধের।
গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এক গ্রামবাসী জানিয়েছেন, দিনের পর দিন এইভাবে যদি নদীবাঁধ তলিয়ে যায় তাহলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। যার ফলে প্লাবিত হতে পারে একের পর এক গ্রাম। চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। অতিরিক্ত নোনা জল ঢুকে পড়লে ক্ষতি হতে পারে চাষের জমির।