Mamata Banerjee: টাকা নিয়ে প্রশ্ন করায় বরখাস্ত সাংসদ মহুয়ার পাশে মমতা

দেশ আলোড়িত। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটির রিপোর্ট মেনে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে মহুয়া মৈত্রকে। তিনি তৃৃণমূল কংগ্রেসর হয়ে কৃষ্ণনগর…

দেশ আলোড়িত। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটির রিপোর্ট মেনে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে মহুয়া মৈত্রকে। তিনি তৃৃণমূল কংগ্রেসর হয়ে কৃষ্ণনগর থেকে সংসদে প্রতিনিধি ছিলেন। মহুয়াকে বরখাস্ত করার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিক্রিয়া, মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। দল পাশে রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উত্তরবঙ্গের। দার্জিলিং জেলার কার্সিয়াংয়ে সরকারি ও পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখান থেকেই মহুয়া মৈত্রকে বরখাস্ত করার প্রতিক্রিয়া দেন মমতা। তিনি বলেন,’মহুয়াকে সরিয়ে গণতন্ত্রের বাইপাস সার্জারি করল বিজেপি!’

সংসদ থেকে বরখাস্ত করার পর তীব্র ক্ষোভ দেখান মহুয়া মৈত্র। তিনি বলেন, কাল থেকেই তদন্তের নামে তাঁর বাড়িতে সিবিআই পাঠানো হবে। ছয় মাস ধরে তাঁকে তদন্তের নামে হেনস্তা করা হবে। মহুয়ার এমন মন্তব্যের পর বিতর্ক তীব্র। আর বিজেপি বিরোধী শিবিরের সাংসদরা বলছেন, মহুয়াকে সংসদে কেন বলতে দিল না মোদী সরকার। আর সংসদ ভবনের সামনে মহুয়া বলেন, , তাঁর বিরুদ্ধে তদন্তের নামে এথিক্স কমিটি সমস্ত নিয়ম ভঙ্গ করেছে। দর্শন হীরানন্দানির যাবতীয় অভিযোগ তাঁকে খতিয়ে দেখতে দেওয়া হয়নি। হীরানন্দানিকে এথিক্স কমিটির সামনে হাজিরা দিতেও বলা হয়নি। কোনও টাকা বা উপহার নেওয়ার স্বপক্ষে প্রমাণ সামনে আনতে পারেনি এথিক্স কমিটি।

সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে থাকা ব্যবসায়ী দর্শন হিরানন্দানি হলেন মহুয়া মৈত্রর বন্ধু। আর বন্ধু ব্যবসায়ীকে সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই বিষয়টির তদন্ত করছে সিবিআই। আর মহুয়া মৈত্রর অভিযোগ মোদী সরকারের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিজেপি।